জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ, আধার ব্যবহারের ছাড়পত্র কেন্দ্রের


জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণের (Aadhaar authentication- births and deaths) ক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেলের দফতরকে আধার নম্বর ব্যবহারের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। যদিও নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের কাজে আধার নম্বর বাধ্যতামূলক নয়। তাই আধারের তথ্য ব্যবহারকে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক জন্ম ও মৃত্যুর নিবন্ধীকরণের (Aadhaar authentication- births and deaths) ক্ষেত্রে আধারের তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
অন্যদিকে, মনরেগার কাজে আধার নম্বরের মাধ্যমে মজুরি মেটানোর প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে চতুর্থবারের জন্য সময়সীমা বাড়াল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ৩১ অগাস্ট পর্যন্ত নতুন সময়সীমা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Post a Comment

Previous Post Next Post