খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক :
নিজস্ব প্রতিবেদন (দেব কুমার চন্দ) :
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে বিরোধীদল গুলি। এর মধ্যেই বিজেপির প্রচারে এক জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে বসলেন, "বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মহিলাদের দেওয়া হবে ২০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।" অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পকে একপ্রকার জনমুখী প্রকল্পের মান্যতা দিতে বাধ্য হলো বিজেপি ।
কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করার পর থেকেই বিজেপির দলীয় নেতৃত্বরা এই প্রকল্পকে "ভিক্ষা" বলে কটাক্ষ করে এসেছিলেন, কিন্তু যত দিন গেছে তাতে দেখা গেছে এই প্রকল্প ধীরে ধীরে এক জনমুখী প্রকল্পে পরিণত হয়েছে। এবং মানুষ এই প্রকল্পের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন । যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সাধারণ মানুষের মন কেড়েছে অনেকটাই।
এমনকি বিভিন্ন রাজনীতিবিদদের মতে ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের চাবিকাঠি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ।
আর সেই কারণেই কি পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই হাতিয়ার করে বসলো !
কিন্তু বলা বাহুল্য, বিজেপি যে রাজ্যগুলোতে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলোতে লক্ষীর ভান্ডারের মতো কোনো প্রকল্পই চালু করতে সক্ষম হয়নি তারা। তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের আশাতেই কি সাধারণ মানুষকে বেশি পরিমাণ টাকার লোভ দেখিয়ে ভোট টানার চেষ্টা বিজেপির ?
রাজনৈতিক মহলে অনেকের মতে ,
বিজেপি আগে তাদের শাসিত রাজ্যগুলোতে এই লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করুক এবং ২০০০ টাকা করে সেই রাজ্যের মহিলাদের দিক, না হলে পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে কি করে, যে বিজেপি ক্ষমতায় এলে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে এই রাজ্যের মহিলাদের দেবে।
সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেই সর-গরম রাজ্য রাজনীতি।