লাগাতার হিংসা, সংঘর্ষের মধ্যে দিয়ে শনিবার প্রায় মধ্যরাতে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। রাজনৈতিক কর্মী, সমর্থক থেকে সাধারণ ভোটার – মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। এছাড়াও বিভিন্ন বুথে ব্যালট লুট, নষ্ট-সহ একাধিক কারণে ঠিকমতো ভোট হতে পারেনি। বিভিন্ন জেলার প্রায় শতাধিক এমন বুথে সোমবার পুনর্নির্বাচনের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ৩৬ টি বুথ। আর পুনর্নির্বাচন (Repoll) ঘিরে কোনওরকম হিংসা রুখতে তৎপর কমিশন। হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী বা ৪ জন জওয়ান মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।