পঞ্চায়েত ভোটের গণনা শুরু আগামীকাল সকাল ৮ টা থেকে ।


গণণা শুরু আগামীকাল সকাল ৮ টা । গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এর কাউন্টিং হবে। প্রিসাইডিং অফিসার এর সই না থাকলে কাউন্টিং হবে না। ৩৩৯ কাউন্টিং সেন্টারে ২ রাউন্ড করে (২+২+২=৬) হবে সাধারণ। কোনো বিশেষ জায়গায় ৩ রাউন্ড হতে পারে। প্রিসাইডিং অফিসার ব্যালটে সাইন না থাকলে রিটার্নিং অফিসার । প্রতিটি গণণা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। গণণা কেন্দ্রে সিসিটিভি থাকবে। গণণা কেন্দ্রে বিডিও,  অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, কাউন্টিং এজেন্ট। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রয়োজন মতো রাজ্য পুলিশ থাকবে । 
প্রতি গণণা কেন্দ্রে একজন অভজার্ভার। যার মধ্যে কিছু গননা কেন্দ্রে নিযুক্ত হয়েছে জেনারেল অবজারভার। জেলা পিছু স্পেশ্যাল অবজারভার থাকবে। ফোন নেওয়া ঢোকা যাবে না কিন্তু স্পেশাল অবজারভার উচ্চ পদস্থ আধিকারিকরা ফোন নিয়ে ঢুকতে পারবেন।

গণণা কেন্দ্রে প্রত্যেক টেবিলে বিডিও,একজন কাউন্টিং অফিসার, একজন করে অ্যাসিস্টেন্ট কাউন্টিং অফিসার,কাউন্টিং এজেন্ট।


Post a Comment

Previous Post Next Post