শিলিগুড়ি: পরিবারের লোকজনকে নিয়ে বেড়াতে যাওয়ার পথে অঘটন। বাস ও গাড়ির ধাক্কায় প্রাণ গেল পর্যটকের। এই ঘটনায় জখম একই পরিবারের আরও পাঁচ সদস্য। তাঁরা সকলেই ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
মৃত ইন্দ্রাশিস চক্রবর্তী, দক্ষিণেশ্বরের বাসিন্দা। কালিম্পংয়ের চুইখিমেও বাড়ি রয়েছে তাঁর। বাবা, মা, স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন। বাগডোগরা-গোঁসাইপুর ‘এশিয়ান হাইওয়ে ২’ সড়কে ইন্দ্রাশিসের গাড়ির সঙ্গে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে। বিহার থেকে আসা বাসটি রাস্তার মাঝে আচমকাই দাঁড়িয়ে পড়ায় ধাক্কা লাগে বলেই খবর। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা সকলেই চোটাঘাত পান।
স্থানীয়রা খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ির যাত্রীদের উদ্ধার করে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। পথেই ইন্দ্রাশিস প্রাণ হারান। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের জখম অত্যন্ত আশঙ্কাজনক। ইন্দ্রাশিসের বাবা বলেন, “গাড়িতে আমরা মোট সাতজন ছিলাম। আমার ছেলের মৃত্যু হয়েছে। স্ত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।” শীতের ছুটি কাটাতে যাওয়ার পথে এমন অঘটনে স্বাভাবিকভাবেই নেমেছে শোকের ছায়া।