খবর বাংলা সংবাদ ডিজিটাল ডেস্ক :
আবহাওয়া আপডেট
হাওয়া অফিস পূর্বাঞ্চলীয় অধিকর্তার নাম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা যেটা চলছে সেটাই চলবে, এক ডিগ্রি বাড়ার মতো সম্ভাবনা আছে। ফলে ঠাণ্ডার অনুভূতি যেভাবে আমরা পাচ্ছি না সেটা কিন্তু কন্টিনিউ করবে। ক্রিসমাসের মতো ফার্স্ট জানুয়ারি ও কম ঠান্ডাই থাকবে প্রত্যেক বছর এই সময়ে যেই টেম্পারেচার থাকা উচিত দক্ষিণ বঙ্গের জন্য তার চেয়ে বেশি তাপমাত্রা চলছে এই মুহূর্তে উত্তরবঙ্গের জন্য প্রথম ২৪ ঘন্টা কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিঙেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার চেয়ে উচ্চ জায়গা গুলিতে তুষারপাতের সম্ভাবনা থাকছে প্রথম ২৪ ঘন্টা বাকি দিনগুলো শুষ্ক আবহাওয়া থাকবে বাংলাদেশ এবং তার আর জয়নিং এরিয়ার মধ্যে একটি ভুলনা অর্থ রয়েছে তার ফলে আমাদের প্রবেশ করছে ফলে নর্থইস্টলী উইন বাধা প্রাপ্য হচ্ছে আমাদের রিজিয়নে ঢুকতে তার ফলেই আমরা গরমের অনুভূত হচ্ছি আমাদের রাজ্যে ঠান্ডা নিজের কোন উপকরণ নেই জম্মু-কাশ্মীর হয়ে দিল্লি হয়ে হরিয়ানা হয়ে সেই হাওয়াটি প্রবেশ করে আমাদের রাজ্যে তবেই আমাদের রাজ্যে ঠান্ডার অনুভূত হয়। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা নেই আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ঠান্ডা ফিরে আসার কোন সম্ভাবনা নেই