কলকাতা: CBSE-র ধাঁচে এবার রাজ্যের সিলেবাস। ১০ বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)। চলতি সপ্তাহের শনিবার এই নিয়ে বৈঠক, রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরের ভাবনা।
বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস: প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বদল যাচ্চে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। এমনটাই সংসদ সূত্রে খবর। চলতি সপ্তাহের শনিবার এই নিয়ে ডাকা হয়েছে বৈঠক। CBSE-র ধাঁচেই হবে এই বদল। যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদের। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই নিয়ে শনিবার বৈঠক ডাকা হয়েছে। গাইডলাইন করা হবে। এরপর সিলেবাসের যে সাব কমিটি রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা তা আলোচনা করবেন। চেষ্টা করছি NCERT-র আদলে CBSE- ধাঁচে এই সিলেবাস করা হবে।