নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি।
হৃদরোগে আক্রান্ত শ্রেয়স, নিয়ে যাওয়া হয় হাসপাতালে
বিনোদন দুনিয়ার জন্য খুবই চিন্তার খবর। ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে বৃহস্পতিবার শ্যুটিং সারছিলেন তিনি। কাজ শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে অসাড় হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে অভিনেতার।