প্রয়াত শ্রীলা মজুমদার। বিগত তিন বছর ৩ মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন স্বামী।
বাংলায় স্বর্ণযুগের অভিনেত্রী বলা হয় তাঁকে। কাজ করেছেন বাংলা থেকে শুরু করে হিন্দি অভিনয় দুনিয়ার বিভিন্ন নামিদামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। টলিউডের ব্যতিক্রমী অভিনেত্রী হলেন শ্রীলা মজুমদার। তার বাস্তব জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের ছবি বিভিন্ন সময়ে ফুটে উঠেছে তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে।
উল্লেখ্য, মাত্র ১৬ বছর বয়সে একটি নাটকের মহড়া থেকে তুলে এনে তাকে ছবির জগতে কাজ দিয়েছিলেন স্বনামধন্য পরিচালক মৃণাল সেন।১৯৮০ সালে, তিনি মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তাঁর জীবনে উল্লেখযোগ্য ছবির মধ্যে পরিচালক গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’ অন্যতম।
নামী দামি সমস্ত তারকাদের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার। এই যেমন তারকা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। এমনকী ২০০৩ সালে তিনি চোখের বালি সিনেমায় ঐশ্বর্যা রাই বচ্চনের জন্য বাংলায় কণ্ঠ দিয়েছিলেন। ….