কলকাতা: তাপপ্রবাহ থেকে আপাতত নেই নিস্তার। প্রবল গরমের কবলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। পূর্বাভাস ছিল, ১৭ এপ্রিল থেকেই লু বিবার মতো অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে। কিন্তু গতকাল অর্থাৎ ১৬ এপ্রিল থেকেই তাপপ্রবাহের কবলে পড়ল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা। অর্থাৎ ৪ জেলায় নাভিশ্বাস উঠছে গরমে। আজ ১৭ এপ্রিল গরমে পুড়বে এর সঙ্গে যুক্ত হচ্ছে বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামও। এই সবকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জন্য আগে থেকেই বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, পরবর্তী আরও ৭২ ঘন্টা পশ্চিমের সমস্ত জেলা তাপ্রবাহের কবলে পড়বে।
উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলাও বাদ যাচ্ছে না তাপপ্রবাহের কবল থেকে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং পরশু এই ৩ উপকূলের জেলার সবকটিতেই তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। আজ অর্থাৎ ১৭ থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে মুর্শিদাবাদ জেলাও।গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আর কোথাও কোনো বৃষ্টির ন্যূনতম সম্ভবনা নেই। কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে তাপ্রবাহের সতর্কতা জারি না হলেও এখানে ফিল লাইক বা অনুরূপ পরিস্থিতি থাকবে। গরমের অনুভূতি বাড়বে।