১৯ তারিখ রাজ্যে প্রথম দফার ভোট। সেই দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এ ছাড়াও দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারে লু। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের ৮-১০টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
তবে ১৯ এপ্রিল ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
এদিকে তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছেন মুখ্যসচিব। পরিস্থিতি মোকাবিলার উদ্দেশে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অফিসারদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে শিশু ও প্রবীণ নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে পানীয় জলের অভাব, সেই সব জায়গায় তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। গরমের হাত থেকে বাঁচতে বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হালকা পোশাক এবং ছাতা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল ORS বা লেবুজল খাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।