জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা পৌঁছল ৬.৪




টোকিও : ফের ভয়াবহ ভূমিকম্প জাপানে। রিখটার স্কেলে যার মাত্রা পৌঁছল ৬.৪-এ। এমনই খবর জাপান আবহাওয়া দফতর সূত্রের। ভূমিকম্পের কেন্দ্রস্থল জাপানের বুঙ্গো চ্যানেলে। এটা এমন একটা প্রণালী যা জাপানের কাইশু দ্বীপকে শিকোকুর সঙ্গে আলাদা করেছে। তবে, সুনামির কোনো সতর্কবার্তা নেই।


Post a Comment

Previous Post Next Post