দক্ষিণবঙ্গের দাবদাহ থাকবে আগামী পাঁচ দিন। আপতত নেই বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
দহন থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গের। শনিবার পর্যন্ত ৪০-এর ঘরেই থাকবে দক্ষিণবঙ্গের পারদ।
আজ ও আগামীকাল সব জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি। এই দুই দিন পূর্ব এবং মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতে ও দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
তারপরের তিনদিন তাপমাত্রা ৪ থেকে ৭ ডিগ্রি বাড়বে সমস্ত জেলাতেই। এর ফলে, আগামীকাল থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে। তবে তা সহনীয়।
তবে পশ্চিমের জেলাগুলির জন্য আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। গরমের তীব্রতা বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আগামী দু'দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে কলকাতায়। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি থাকার সম্ভাবনা।
১৯ এপ্রিল উত্তরবঙ্গের ৩ জেলায় রয়েছে ভোট। আগামীকাল কেমন আবহাওয়া থাকবে? আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার ও তাপমাত্রা বাড়বে ২ থেকে তিন ডিগ্রি।
উত্তরের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী চারদিন বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
যদিও উত্তরের বাকি জেলাগুলির জন্য নেই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে।