দশ বছর পর আইপিএল জিতেছে কেকেআর। চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর হোটেলেই একদফা সেলিব্রেশন হয়েছিল। কেকেআর কর্তারা চাইছিলেন ইডেনে গ্র্যান্ড সেলিব্রেশন করতে। ঠিক দশ বছর আগে যে রকম হয়েছিল। কিন্তু যেহেতু আইপিএলের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল, তাই উৎসব-পর্ব স্থগিত রাখতে হয়েছিল। তবে আগামী ২৩ জুলাই শহর দেখতে চলেছে কেকেআরের আইপিএল জয়ের উদযাপন।
ইডেনে অনুষ্ঠান হবে। ভারতীয় ক্রিকেটারদের সবার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। তবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে কারা থাকবেন, সেটা এখনও পরিষ্কার নয়। কেকেআরের তরফে সিএবিকে অনুষ্ঠানের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মেন্টর গৌতম গম্ভীরের বড় অবদান ছিল। নিজের ‘সেকেন্ড হোম’-এ ফিরেই কেকেআরকে চ্যাম্পিয়ন করেন তিনি। তবে আগামী বছর আর কেকেআর ডাগআউটে দেখা যাবে না গম্ভীরকে। ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।
এদিনই বোর্ডের থেকে সরকারিভাবে গম্ভীরের নাম ঘোষণা করে দেওয়া হয়। দিন কয়েক আগে গম্ভীর ইডেনে এসেছিলেন। শোনা যায় বেশ কিছুক্ষণের একটা ভিডিও শুট করেন তিনি। সেই ভিডিওতে কলকাতা নিয়ে গম্ভীরের ভালোবাসা থেকে কেকেআরকে আবেগঘন বিদায় জানানোর বার্তাও নাকি থাকছে।
এটাও শোনা গেল, সেদিনের ইডেনের সেলিব্রেশনে শাহরুখ খান যেমন থাকবেন, তেমনই গম্ভীরেরও থাকার কথা। কেকেআরের তরফ থেকে তাদের মেন্টরকে জমকালো অভ্যর্থনা দেওয়া হবে। একইসঙ্গে ভারতীয় কোচ হওয়ার জন্য শুভেচ্ছাও জানানো হবে।