আনোয়ার আলির দাম বাড়াতে বাজাজের চাল ব্যর্থ, বাগানেই খেলবেন তারকা ডিফেন্ডার


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : যাবতীয় জল্পনার অবসান। মোহনবাগানেই খেলবেন আনোয়ার আলি। বুধবার সকালে রঞ্জিত বাজাজের একটি টুইট ঘিরে আচমকাই তোলপাড় হয়ে যায় ভারতীয় ফুটবল মহলে। চাপে পড়ে গিয়েছিল মোহনবাগানও। সমর্থকরাও বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তবে তার কিছুক্ষণের মধ্যেই এল স্বস্তির খবর। খাটল না বাজাজের চাল। মোহনবাগানেই থাকছেন আনোয়ার আলি।

গত বছরই আনোয়ারকে পাঁচ বছরের লোনে চুক্তিতে সই করিয়েছিল মোহনবাগান। বছর ঘুরতেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন বাজাজ। ফিফার নিয়ম অনুযায়ী, যে কোনও ফুটবলারকে এক বছরের লোনেই নিতে পারবে কোনও দল। এর পর সেই ফুটবলারকে পুরনো ক্লাবে ফিরিয়ে দিতে হবে। না হলে, নতুন চুক্তি করে সেই ফুটবলারকে দলে নিতে হবে।

এই বিষয়টাই টুইট করে শোরগোল ফেলে দেন রঞ্জিত বাজাজ। আনোয়ার আলি দিল্লি এফসির ফুটবলার। ২০২১-২৩ সাল পর্যন্ত এফসি গোয়াতে লোনে খেলেছেন আনোয়ার। গত বছর মোহনবাগানে লোনে সই করেন। দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ চেয়েছিলেন, আনোয়ারের বাজার দর বাড়িয়ে দিতে। বেশি দামে তাঁকে বিক্রি করতে। আনোয়ারকে পেতে দৌড়ে ছিল দু'টি বড় ক্লাবও।

বাজাজের টুইটের পর আনোয়ারকে নিয়ে তীব্র জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এদিন সকালে বাজাজ নিজের এক্স হ্যান্ডেলে জানান, আনোয়ার আলির লোনের যে চুক্তি হয়েছিল, সেটা নতুন ফিফা নিয়মে বাতিল হয়ে গিয়েছে। কারণ নতুন নিয়ম অনুযায়ী, এক বছরের বেশি লোনে চুক্তি প্রযোজ্য নয়। যার ফলে দিল্লি এফসিতে ফিরে যাচ্ছেন আনোয়ার। পার্মানেন্ট ট্রান্সফারে আইএসএলে ফিরতে হবে। 

সোশ্যাল মিডিয়ায় বাজাজের এই বার্তার পরই ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে মোহনবাগান ম্যানেজমেন্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফেডারেশন এখনও ফিফার এই নিয়ম চালু করেনি। এক বছর আগে ফিফা যে নিয়ম চালু করেছে, সেটা এখনও বলবৎ করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অর্থাৎ পুরোনো নিয়মই এই বছর বহাল থাকছে। আনোয়ারের সঙ্গে ২০২৯ পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি মোহনবাগানের। স্বাভাবিক ভাবেই নতুন মরশুমে সবুজ মেরুন জার্সিতেই দেখা যাবে আনোয়ারকে। টিকল না বাজাজের দর বৃদ্ধির চাল। আবারও টেক্কা দিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।

Post a Comment

Previous Post Next Post