শুভেন্দু ধর্নায় বসছেন রাজভবনের সামনে, সঙ্গে থাকবেন ভোট পরবর্তী হিংসায় 'আক্রান্ত'রা


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : রাজভবনের সামনে ধর্নায় বসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্ট অনুমতি দেওয়ায় শেষমেশ আজ, রবিবার অনুষ্ঠিত হচ্ছে এই ধর্না।

প্রসঙ্গত, গত বছর পুজোর আগে ১০০ দিনের কাজে টাকা দেওয়ার দাবিতে রাজভবনের সামনের রাস্তায় ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময়ে অভিযোগ উঠেছিল, সারা বছর রাজভবনের সামনের রাস্তায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কী ভাবে সেখানে ধর্নায় বসেন অভিষেক! এই নিয়ে প্রশ্ন তুলে পাল্টা বিক্ষোভও করেছিল বিজেপি।

তবে লোকসভা ভোটের পরে সেই একই জায়গায় ধর্নার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজভবনের সামনের রাস্তায় ধর্নায় বসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন শুভেন্দু। শেষমেশ আজ, রবিবার চার ঘণ্টার জন্য সেখানে ধর্নায় বসার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

আদালত জানিয়েছে, আগামী ১৪ জুলাই রবিবার সকাল ১০টা থেকে ৪ ঘণ্টা অর্থাৎ দুপুর ২টো পর্যন্ত রাজভবনের উত্তর গেটের সামনে ৩০০জনকে নিয়ে ধর্নায় বসতে পারবেন বিরোধী দলনেতা। ধর্নায় কোনও ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না। ধর্না মঞ্চ থেকে কোনও ধরনের উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও সতর্ক করেছে হাইকোর্ট।

কয়েক দিন আগে, ভোট পরবর্তী হিংসায় 'আক্রান্ত'দের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। পুলিশ জানিয়েছিল, রাজভবন চত্বরে ১৪৪ ধারা রয়েছে। ধর্নায় বসতে দেওয়া যাবে না। অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। 

পদ্মশিবিরের তরফে যুক্তি ছিল, গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে রাজভবনের সামনে ৫ দিন ধর্নায় বসার অনুমতি দিয়েছিল রাজ্য। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না । যদিও রাজভবনের পরিবর্তে বিকল্প অন্য কোনও জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল আদালত।

তবে পরে এ ব্যাপারে রাজ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়েছিল, ৩০ জুন রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন বিরোধী দলনেতা। তবে ওই দিন প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান থাকায় রাজ্যের প্রস্তাবে রাজি হননি বিরোধী দলনেতা।

এদিন মামলাটি উঠলে বিচারপতি জানতে চান, ১৪ জুলাই কি আপনারা ধর্না করতে পারবেন? শুভেন্দুর আইনজীবী সম্মতি জানান। রাজ্যও জানায়, ছুটির দিনে দিনের বেলায় ৪ ঘণ্টা ধর্না চললে তাদের কোনও আপত্তি নেই। এরপরই শর্তসাপেক্ষে আবেদন মঞ্জুর করেন বিচারপতি। 

Post a Comment

Previous Post Next Post