খবর বাংলা ডিজিটাল ডেস্ক : শনিবার বিকেলে খাস কলকাতার কাশী বোস লেনে মাটি খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার দেহ। তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় জানা গেল মৃতের নাম পরিচয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুপর্ণা শীল। বয়স ৪৫ বছর। তিনি শ্যামপকুরের বাসিন্দা। কী করে ওই মহিলাদেহ গর্তের মধ্য়ে এল নিয়ে রহস্য দানা বাঁধে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা রাস্তা দিয়ে যেতে গিয়ে কোনওভাবে গর্তে পড়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুপর্ণা শ্যামপুকুর থানার রাজা কালিকৃষ্ণ ২ নম্বর লেনের বাসিন্দা। ওই মহিলার মানসিক অবস্থাও ঠিক ছিল না বলে দাবি পুলিশের। ১১ তারিখ বৃহস্পতিবার রাতে এলাকার সিসিটিভি ফুটেজে তাঁকে ওই গর্তের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছে বলে জানিয়েছে তারা। যদিও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
বিস্তারিত আসছে.......