খবর বাংলা ডিজিটাল ডেস্ক : দিল্লি ক্যাপিটালস হেড কোচ হিসেবে ছেঁটে ফেলল রিকি পন্টিংকে। তিনি সাতবছর ধরে দিল্লি দলের কোচ ছিলেন। তাঁর সময়ে দিল্লি চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, সম্মানজনক স্থানেও পৌঁছতে পারেনি। সেই কারণে দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পন্টিং আর তাদের কোচ নন।
আর এখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে নতুন ইনিংস শুরু হতে চলেছে। তিনি ঋষভ পন্থদের নতুন কোচ হতে পারেন। সেই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছে। দিল্লি দলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এই মুহূর্তে বাইরে থেকে কোচ আনার পরিবর্তে সৌরভকে দিল্লি দলের কোচ করলে ভাল হবে, সেটি মনে করছে ফ্রাঞ্চাইজির একাংশ।
সৌরভের সঙ্গে দিল্লি ফ্রাঞ্চাইজির মালিক জিন্দাল গ্রুপের পার্থ জিন্দালের সম্পর্ক অতি ভাল। সৌরভকে জীবনে সব ভূমিকায় দেখা গিয়েছে ক্রিকেটে, কিন্তু কোচ হিসেবে অভিষেক হতে পারে দিল্লির। তিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে রয়েছেন। এখন অবশ্য সৌরভের নাম কোচ হিসেবে ঘোষণা করেনি দিল্লি কর্তারা। তবে সৌরভকেই কোচ হিসেবে বেছে নেবেন, সেটি প্রায় নিশ্চিত।
দিল্লির তরফে শনিবার বার্তায় বলা হয়েছে, রিকি পন্টিং আপনি যা আমাদের জন্য যা কাজ করেছেন, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি আমাদের চারটি বিষয়কে গুরুত্ব দিতে বলতেন, যত্ন, অঙ্গীকার, মনোভাব ও চেষ্টা। আগামী দিনে সেটাই আমাদের মন্ত্র থাকবে।
পাশাপাশি এটাও বলা হয়েছে, কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায়শই বলতেন যে এখানেই আমাদের বিষয়টা শেষ হোক, শুরু হোক ভাল করার চেষ্টা, আর এক গ্লাস ঠাণ্ডা পানীয়।
এমনিতেই সৌরভ দিল্লি দলে ক্রিকেটারদের কাছে দারুণ জনপ্রিয়। দলের নেতা ঋষভের সঙ্গে খুব ভাল সম্পর্ক। সেই কারণেই ফ্রাঞ্চাইজির কর্তারা মনে করছেন, সৌরভের হাতই উপযুক্ত কোচের দায়িত্ব হিসেবে।