অপসারিত সন্দীপ, নিরাপত্তায় মোতায়েন আধাসেনা, এবার কি কাজে ফিরবেন চিকিৎসকরা?



অপসারিত আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ ডা. সুহৃতা পাল। আন্দোলনকারীদের দাবি মেনে সরানো হয়েছে হাসপাতালের এমএসভিপি-সহ আরও তিন আধিকারিককে। শুধু তাই নয়, চাপের মুখে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে বিতর্কের মধ্যমণি সন্দীপ ঘোষকেও। আজ, বৃহস্পতিবার থেকেই পড়ুয়া চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আধাসেনা নামছে আর জি করে। মোটের উপর জুনিয়র চিকিৎসকদের দাবি অনেকটাই পূরণ হয়েছে। ইতিমধ্যে রাজস্থানের ডাক্তাররা কর্মবিরতিতে দাড়ি টেনেছেন। তাহলে কি এবার কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবেন চিকিৎসকরাও? কবে থেকে স্বাভাবিক হবে হাসপাতালের চিকিৎসা পরিষেবা? সেটাই এখন দেখার।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই উত্তাল দেশের চিকিৎসক মহল। কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা-সহ একাধিক দাবি ছিল তাদের। এর পাশাপাশি তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় সিবিআই তদন্তের অগ্রগতির দিকেও নজর রয়েছে ডাক্তার সংগঠনের। 


Post a Comment

Previous Post Next Post