কাল থেকেই আর জি করে কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম নির্দেশের পর সিদ্ধান্ত



সুপ্রিম কোর্টের নির্দেশমতো বৃহস্পতিবার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ২-৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাসপাতাল চত্বরে মোতায়েন করা হবে। সিআইএসএফের ডিআইজি ও হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সকাল নটা নাগাদ সিআইএসএফের ডিআইজি হাসপাতালে পৌঁছে যান। সেখানে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক বিষয় জানতে চান। এর পর সোজা হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন অর্থাৎ প্রশাসনিক ভবনে ঢুকে যান তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সূত্রের খবর, ২-৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।


Post a Comment

Previous Post Next Post