সরকারি গাড়িতে কোথায় যাতায়াত? গতিবিধি জানতে সন্দীপের গাড়ি পরীক্ষা সিবিআইয়ের



এবার সিবিআই স্ক্যানারে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গাড়ি। অধ্যক্ষ থাকাকালীন ওই গাড়িটি ব্যবহার করতে তিনি। বুধবার তাঁর চালক গাড়িটি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। ওই গাড়িটি পরীক্ষা করেন সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞ। গাড়ির নেভিগেটর খতিয়ে দেখা হয়। গাড়িটি পরীক্ষা করে তদন্তকারীরা জানার চেষ্টা করেন গাড়িটি কোথায় কোথায় গিয়েছিল। এছাড়াও গাড়িটির মধ্যে কিছু নিয়ে যাওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখে নমুনা সংগ্রহের চেষ্টাও করেন তদন্তকারীরা।


Post a Comment

Previous Post Next Post