অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার ৩



অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ। ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে  শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে ৩ যুবক। হুগলি থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

কালনা পুরসভার চেয়ারম্যানের দাবি, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। তাঁকে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন।

ফোন পেয়ে সন্দেহ হয় কালনা পুরসভার চেয়ারম্যানের। তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হন। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে হুগলি থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আগে গ্রেপ্তারও হয় সে। জামিনে মুক্তি পাওয়ার পর কালনা পুরসভার চেয়ারম্যানকে টার্গেট করে। যদিও টাকা হাতানোর আগে পর্দাফাঁস হয়।

Post a Comment

Previous Post Next Post