কনকনে ঠান্ডা নেই। বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তবে বড়দিন বলে কথা। তাই সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় ছিল শহরের দর্শনীয় জায়গাগুলিতে। ভিড়ের নিরিখে এ বারও অন্যদের টেক্কা দিয়েছে আলিপুর চিড়িয়াখানা। বুধবার সেখানে পা রেখেছেন প্রায় ৭০ হাজার মানুষ।
এর পরেই রয়েছে ইকো পার্ক, সেখানে গিয়েছেন ৫৫,৫৪০ জন। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বুধবারের জায়গায় বড়দিন রবিবার হলে ভিড় আরও বাড়ত। কারণ, এ দিন সরকারি কর্মচারীদের ছুটি থাকলেও বেসরকারি অনেক সংস্থারই অফিস খোলা ছিল। ২৯ ডিসেম্বর রবিবার। ওই দিন দর্শকসংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। দর্শক রবিবার আরও বাড়বে বলে দাবি ইকো পার্ক কর্তৃপক্ষেরও।