১৩ দিন চাকুলিয়ার জঙ্গলে ঘোরাফেরার পর এবার ঝাড়গ্রামে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। গলায় থাকা রেডিও কলার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ বেলপাহাড়ির জঙ্গলে প্রবেশ করে বাঘিনী জিনাত। বর্তমানে লোকালয় থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বেলপাহাড়ির জঙ্গল সংলগ্ন বাসিন্দাদের আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। এদিকে সতর্ক করেছে বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বনদপ্তরের কর্মীরা। আমজনতাকে ভয় না পেয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তাঁরা।