শেষবার গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ৪৩ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফরক নতুন অধ্যায়ের সূচনা বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রা পাবে বলেও আশাবাদী নয়াদিল্লি। কুয়েতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে ফুটবল টুর্নামেন্ট দেখা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির।