মেদিনীপুর: স্যালাইনের বিষক্রিয়ায় এখনও মেদিনীপুর মেডিক্যালের হাসপাতালে চিকিৎসাধীন চার প্রসূতি। তাঁদের ডায়ালিসিস-সহ একাধিক পরীক্ষা করা হয়েছে। দুজন রয়েছেন ভেন্টিলেশনে। বাকি দুজনকে রাখা হয়েছে আইসিউতে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। হাসপাতালে বিক্ষোভ দেখান মীনাক্ষীরা-সহ বাম নেতৃত্ব। বিজেপি যুব মোর্চাও বিক্ষোভ দেখায়। ঘটনায় নিরাপত্তার চাদরে মুুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর।
জানা গিয়েছে, ভেন্টিলেশনে রাখা প্রসূতিদের অবস্থা সঙ্কটজনক। তাঁদের একাধিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁদের ডায়ালিসিস থেকে বায়োপসি-সহ একাধিক পরীক্ষা করা হচ্ছে। আইসিউতে থাকা বাকি দুই রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই খবর। তাঁদের অবস্থা স্থিতীশীল। তাঁদেরও বিভিন্ন শারীরিক পরীক্ষা নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকদের দল।