বন্ধ ঘরে জ্বলছে উনুন, মৃত ১, অসুস্থ ২ যুবক



শনিবার সকালে বেলেঘাটা মেন রোডের একটি ফ্ল্যাটবাড়ির একতলার ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই একই ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দু’জনকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বন্ধ ঘরে রাতভর উনুন জ্বলার ফলেই তিন জনের ওই অবস্থা।

পুলিশ জানায়, মৃতের নাম কুন্দন কুমার (‌২৫)। অজ্ঞান অবস্থায় যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন ধীরেন্দ্র রায় ও কিশোর রায়। নারকেলডাঙা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে। ওই তিন যুবকের বাড়ি বিহারের সিওয়ানে। তিন জনই পেশায় ঝালাই মেশিনের শ্রমিক। তাঁরা বেলেঘাটা মেন রোডের ওই ফ্ল্যাটবাড়ির একতলায় ভাড়া থাকছিলেন গত কয়েক বছর ধরে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে প্রতিবেশীরা দেখেন, কুন্দনরা কেউই ঘরের দরজা–জানলা খুলছেন না। সন্দেহ হওয়ায় খবর যায় পুলিশের কাছে। তখন সকাল সাড়ে ৮টা। নারকেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে, তিন যুবক সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। সূত্রের খবর, ঘরে কয়লার একটি উনুন ধিকি ধিকি জ্বলছিল।

Post a Comment

Previous Post Next Post