কলকাতাতেই ডার্বি করার চেষ্টা মোহনবাগানের, প্রশাসনের সঙ্গে কথা বলছে সবুজ-মেরুন



এটা অন্তত পক্ষে নিশ্চিত হয়ে গিয়েছে, ডার্বি বাংলাতে হোক বা বাংলার বাইরে, ১১ জানুয়ারিতেই হবে। এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি করেছে তাতে পুলিশি সমস্যায় ১১ জানুয়ারির ম্যাচ বদলে দিয়ে অন্য দিন করলে ক্রীড়াসূচিতে সমস্যা হবে। সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে, ডার্বি ম্যাচ যেখানেই হোক, ১১ জানুয়ারিতেই হবে। দিনের কোনও পরিবর্তন হবে না।

গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারিতে পুলিশ দেওয়া সম্ভব নয়। একথা প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল। যে কারণে ম্যাচ বাইরে চলে যাওয়ার কথা উঠছে। ডার্বি যেহেতু মোহনবাগানের হোম ম্যাচ, সেই কারণে এই ইস্যুতে মোহনবাগানের সঙ্গেই যোগাযোগ রাখছে এফএসডিএল। দু’পক্ষই চাইছে ম্যাচটা কলকাতাতেই হোক। এফএসডিএল এবং মোহনবাগানের মধ্যে আলোচনার পর শেষমুহূর্তে ঠিক হয়েছে, মোহনবাগানের তরফে আরও একবার রাজ্য প্রশাসনের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কথা হবে। চেষ্টা করা হবে ১১ জানুয়ারি কলকাতাতে ডার্বি আয়োজন করার। তারপরও যদি পুলিশি সমস্যায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হয়, তখন বাংলার বাইরে অন্য ভেন্যুর কথা ভাবা হবে। আপাতত দু’পক্ষের মধ্যে যে কথা হয়েছে, তাতে বাংলার বাইরে ম্যাচ গেলে চেষ্টা করা হবে বাংলা সংলগ্ন কোনও রাজ্যে ডার্বি ম্যাচ করার। বলাই বাহুল্য এক্ষেত্রে এগিয়ে রয়েছে জামশেদপুর এবং ওড়িশা। তবে চূড়ান্ত কিছু বলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। যেহেতু মোহনবাগান আরও একবার কথা বলছে রাজ্য প্রশাসনের সঙ্গে।

Post a Comment

Previous Post Next Post