শুনতে সমস্যা? অভিষেকের উদ্যোগে এবার ‘সেবাশ্রয়’ শিবিরে মিলবে উন্নতমানের শ্রুতিযন্ত্র



জনসেবা ও স্বাস্থ্য পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্যে বছরের শুরুতে নিজের সংসদীয় এলাকায় বিশেষ শিবির চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে এই শিবির চলছে। আমজনতা এই শিবিরগুলি থেকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে রীতিমতো আনন্দিত। তবে নিখরচায় চিকিৎসা বলে উন্নত প্রযুক্তির কোনও সুবিধা পাবেন না, তা কিন্তু নয়। বয়স্কদের দৃষ্টিশক্তি ফেরাতে বিনামূল্যে ছানি অপারেশন থেকে উন্নত শ্রবণযন্ত্র, সবই পাওয়া যাচ্ছে এই সেবাশ্রয় শিবির থেকে। বৃহস্পতিবার টিম সেবাশ্রয়ের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, ওইসব হিয়ারিং এডের বিপুল খরচ বহন করবে এই টিম। এতেই স্পষ্ট, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ দিনদিন আরও সাফল্যের পথে এগিয়ে চলেছে।

দৃষ্টিশক্তি থেকে শ্রবণশক্তি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা করিয়ে মুখে হাসি ফুটেছে অনেকের। নানা ছোট-বড় সমস্যার নিরসন হয়েছে। বৃহস্পতিবার, ৭০ দিনের শিবির শেষ হল। এবার আগামী ৫ দিন ধরে চলবে মেগা ক্যাম্প। আর সেখানে বাসিন্দাদের শ্রবণ সমস্যার সমাধান করবেন চিকিৎসকরা। জানা গিয়েছে, পরীক্ষার মাধ্যমে ‘সেবাশ্রয়’ শিবির থেকে উন্নত মানের শ্রবণযন্ত্র দেওয়া হবে ৫০ জনকে। ‘সেবাশ্রয়ে’র এই মহতী উদ্যোগ দেখে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে নেক্সট হিয়ারিং অডিওলজি, যাতে জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ড ‘স্টার কি’ থেকে উন্নত, উপযোগী ও কাস্টমাইজড শ্রবণযন্ত্র নিয়ে তা দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মোল্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এই ইয়ারমোল্ডগুলি উচ্চমানের সিলিকন দিয়ে তৈরি। এসব এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তা উপভোক্তাদের সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য দেবে এবং পরিষ্কার করে যাতে শুনতে পায়, তা নিশ্চিত করতে পারে। এই সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল, তবে সাংসদ রোগীদের আশ্বস্ত করেছেন যে, টিম সেবাশ্রয় সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে। ১৬ থেকে ২০ তারিখ পর্যন্ত ফের ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে মেগা ক্যাম্প হবে। এতদিন পর্যন্ত ৯ লক্ষ ৬৬ হাজারের বেশি রোগী পরিষেবা পেয়েছেন। আগামী দিনে আরও বহু মানুষ এই পরিষেবা পাবেন।

Post a Comment

Previous Post Next Post