এবার অপরাধী ধরিয়ে দেবে AI, শিয়ালদা স্টেশনে বসছে অত্যাধুনিক ফেস রিকগনাইজিং ক্যামেরা


নিজস্ব প্রতিবেদন (দেব কুমার চন্দ) খবর বাংলা সংবাদ :

 এবার অপরাধী ধরিয়ে দেবে AI, শিয়ালদা স্টেশনে বসছে অত্যাধুনিক ফেস রিকগনাইজিং ক্যামেরা

কলকাতা, ২৫ জুলাই ২০২৫:

রেল স্টেশন আর শুধু যাত্রী যাতায়াতের জায়গা নয়, এবার তা হয়ে উঠছে হাই-টেক নিরাপত্তার দুর্গ। শিয়ালদা স্টেশনে চালু হচ্ছে অত্যাধুনিক AI-চালিত ফেস রিকগনিশন ক্যামেরা (Face Recognition Camera) – যার মাধ্যমে এখন থেকে যেকোনো পরিচিত অপরাধীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যাবে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোট খরচ হবে প্রায় সাড়ে চার কোটি টাকা, এবং প্রথম পর্যায়ে ১১৭টি ক্যামেরা বসানো হচ্ছে শিয়ালদা স্টেশন চত্বরে।

কীভাবে কাজ করবে এই ক্যামেরা?

এই ফেস রিকগনিশন সিস্টেম সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালিত। পুলিশ প্রশাসনের তরফ থেকে অপরাধীদের মুখের ছবি, নাম ও অন্যান্য তথ্য দিয়ে একটি বিশেষ ডেটাবেস তৈরি করা হচ্ছে। এই ডেটাবেস রেলের কাছে আপলোড করা হবে, এবং ক্যামেরাগুলি সেই ডেটাবেসের সঙ্গে মিলিয়ে রিয়েল টাইমে মুখ শনাক্ত করতে পারবে।

যদি কোনো ডাটাবেসে থাকা অপরাধী শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করে, তাহলে ক্যামেরা সঙ্গে সঙ্গে তাকে চিহ্নিত করবে এবং সময় ও অবস্থানসহ সিগনাল পৌঁছে যাবে RPF (রেল প্রোটেকশন ফোর্স)-এর কাছে। এরপর রেল পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

শুধু শিয়ালদা নয়, দমদম ও কলকাতা স্টেশনেও উদ্যোগ

শুধু শিয়ালদা নয়, এই অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দমদম ও কলকাতা স্টেশনকেও। প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনেই ধাপে ধাপে এই ক্যামেরা বসানো হবে। বর্তমানে শিয়ালদা DRM অফিসে একটি রেফারেন্স ক্যামেরা স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে, যার মাধ্যমে ক্যামেরা ও সফটওয়্যারের কার্যকারিতা যাচাই করা হচ্ছে।

রেলের আশাবাদী লক্ষ্য

রেল কর্তৃপক্ষ এবং RPF-এর মতে, এই প্রযুক্তির সাহায্যে শুধুমাত্র অপরাধী সনাক্তই নয়, মানব পাচার, চুরি, ছিনতাই ও নিখোঁজ ব্যক্তি খোঁজার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি, যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। অনেকেই মনে করছেন, প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা জোরদার করা হলে অপরাধ প্রবণতা কমবে এবং মানুষ আরও নিশ্চিন্তে রেলযাত্রা করতে পারবে।

শিয়ালদা স্টেশনে AI প্রযুক্তির এই প্রয়োগ রেলের নিরাপত্তা ব্যবস্থার এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আগামী দিনে এই উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলেই আশা করা যায়।

Post a Comment

Previous Post Next Post