তৃণমূলে সাংগঠনিক রদবদল এ মাসেই? জল্পনা তুঙ্গে



তৃণমূলের অন্দরে চর্চা চলছিল বহুদিন ধরেই। অবশেষে তৃণমূলে বহুচর্চিত টাউন, ব্লক স্তরে সাংগঠনিক রদবদল আসন্ন বলে দলের একাংশের বক্তব্য। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই নতুন টাউন ও ব্লক স্তরে ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিইউসি–র মতো শাখা সংগঠনের সভাপতি–সহ নেতৃত্বের নাম প্রকাশ করা হবে বলে তৃণমূল সূত্রে খবর।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সে ক্ষেত্রে টাউন ও ব্লক স্তরে পুরোনো মুখের উপরেই তৃণমূল ভরসা করবে, নাকি নতুন মুখদের সামনের সারিতে তুলে এনে দায়িত্ব দেওয়া হবে— তা নিয়েই ব্যারাকপুর শিল্পাঞ্চল তো বটেই, রাজ্যজুড়ে তৃণমূলের সমস্ত সাংগঠনিক জেলায় জোর চর্চা চলছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালির অপমানকে সামনে রেখে নির্দিষ্ট কর্মসূচিও দলের তরফে ঘোষণা করা হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলায় সাংগঠনিক দিক থেকে দক্ষ, মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে— এমন একাধিক নতুন মুখের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল।

আগে যাঁরা সভাপতি ছিলেন, তাঁদের অনেকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে এলাকা ধরে ধরে সমীক্ষক সংস্থা নেতাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে বলে দলের একাধিক নেতার বক্তব্য। এই তথ্যগুলি রদবদলের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে বলে মনে করছে দলেরই একাংশ।

উত্তর ২৪ পরগনার জেলা স্তরের এক নেতার কথায়, ‘তৃণমূল একটা পরিবার। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। পুরোনো এবং নতুন একসঙ্গে মিলেমিশেই বিজেপি, সিপিএমের বিরুদ্ধে লড়াই করবে।’

তৃণমূল সূত্রে খবর, শ্যামনগর, ভাটপাড়া, নৈহাটি, নোয়াপাড়া, নিউ ব্যারাকপুর–সহ কয়েকটি জায়গায় পরিবর্তন হতে চলেছে। শ্যামনগর-আতপুর টাউন কমিটির সভাপতি পদে জেলা পরিষদের এক দাপুটে নেতা অথবা জগদ্দলের বিধায়ক ঘনিষ্ঠ এক কাউন্সিলারের বসার সম্ভাবনা প্রবল।

ভাটপাড়া–২ সভাপতি পদে একসময় পুরসভার শীর্ষ পদে থাকা এক নেতাকে বসানো হতে পারে। নৈহাটি টাউনের সভাপতি পদে থাকা সনৎ দে বিধায়ক হওয়ায় তাঁকেও ওই পদ থেকে সরতে হতে পারে।

Post a Comment

Previous Post Next Post