আলিপুরদুয়ার: বৃহস্পতিবার সকালে বেশ জমে উঠেছিল বাজার। এমন সময়ে পুলিশের হানা। সবাই একটু অবাকই হয়েছিলেন। এই ভরা বাজার থেকে একজনকে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ। তিনি স্থানীয় স্কুলের ভূগোল শিক্ষক। তাঁর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ।
অভিভাবকদের দাবি, দিনের পর দিন এই শিক্ষকের ‘ব্যাড টাচ’–এর শিকার হতে হচ্ছিল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের। বিষয়টি গোড়ায় সহ্য করে নিলেও ক্লাস চলাকালীন চরম অস্বস্তিকর অবস্থায় পড়ে সহ্যের বাঁধ ভাঙে তাদের।
কয়েকজন অভিভাবকদের কাছে এ সব অভিজ্ঞতা খুলে বলতে শুরু করে। স্বাভাবিক ভাবেই ওই শিক্ষককের আচরণ নিয়ে প্রশ্ন জাগে বাবা–মায়েদের মনে। তাঁদের অভিযোগ, এ নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ জানালেও বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অবশেষে সিডব্লুউসি–র হস্তক্ষেপে আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকার একটি সরকার পোষিত স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিভাবক ও পড়ুয়াদের অভিযোগ, কীর্তিমান ওই শিক্ষক মাস চারেক ধরে কথায় কথায় ‘ব্যাড টাচ’–এ প্রবৃত্ত হতেন। দিনে দিনে শালীনতার মাত্রা অতিক্রম করছিলেন এই ভূগোলের শিক্ষক।
এমনকী প্র্যাক্টিকাল ক্লাসের অছিলায় কয়েকজন পড়ুয়ার সঙ্গে তাঁর আচরণ যৌন নির্যাতনের পর্যায়ে চলে গিয়েছিল। বিষয়টি মাত্রা ছাড়াতে শুরু করলে স্কুল কর্তৃপক্ষের উপরে আর ভরসা রাখতে পারেননি অভিভাবকরা।
তাঁরা বিষয়টি লিখিত আকারে সিডব্লিউসি–র কাছে জানান। গুরুতর অভিযোগ পেয়ে জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশীর দ্বারস্থ হন সিডব্লিউসি কর্তারা।
পুলিশের পরামর্শ মেনে কমিটির সদস্যরা সংশ্লিষ্ট স্কুলে গিয়ে অভিযোগ খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেন শামুকতলা থানায়। এর পরেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।