চাকরি পাওয়ার আশায় এক পরিচিত এজেন্টের মাধ্যমে মুম্বইয়ের বাসিন্দা ২৪ বছর বয়সি এক তরুণী দুবাই গিয়েছিলেন। সেখানেই তাঁকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। ২০২৪ সালের অক্টোবর মাসের ঘটনা। ঘটনা সামনে এসেছে এখন।
তরুণীর মা জানাচ্ছেন, আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বড় মেয়েকে মাজিদ(৫০) নামে এক এজেন্টের মাধ্যমে ২০২৩ সালের সেপ্টেম্বরে দুবাইতে কাজের জন্য পাঠানো হয়েছিল। তাঁর অভিযোগ, সেখানেই তাঁর মেয়ের নেপালি এবং ইন্দোনেশীয়ার সহকর্মীরা ধর্ষণ করে। জানা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের পরে তিন মেয়েকে নিয়ে মুম্বইয়ের ভারবসা এলাকায় থাকতেন। ওই তরুণী একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তাঁর বাকি দুই মেয়ে দশম ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে।
সূত্রের খবর, চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ওই তরুণীকে দুবাই নিয়ে যান মাজিদ। মাজিদ ওই তরুণীকে সেখানকার একটি বাড়িতে আশ্রয় দেন। সেই বাড়িতেই মাজিদের ইন্দোনেশীয় স্ত্রী থাকতেন। তাঁর পাশাপাশি অন্যান্য দেশের আরও অনেক মেয়েও সেখানে থাকতেন। ওই তরুণীকে মাজিদ জানান, তাঁর সিভি বিভিন্ন কোম্পানিতে পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি তাঁর জন্য কোনও কাজের ব্যবস্থা হয়ে যাবে। ততদিন পর্যন্ত তরুণীকে তাঁর স্ত্রীকে বাড়ির কাজে সাহায্য করতে বলেন মাজিদ। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও কোনও কাজের খবর না আসায় সন্দেহ হয় তরুণীর। তখন মাজিদকে কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে কোনও সদুত্তর মেলেনি।