পুলিশ জানাচ্ছে, গর্ভপাত করানোর টাকা দেওয়ার অছিলায় ওই নাবালিকাকে ডেকে পাঠায় ওই দুই যুবক। নির্ধারিত জায়গায় গিয়ে নাবালিকা দেখে মাটিতে একটি গর্ত খোঁড়া রয়েছে। সেখানে দুই অভিযুক্ত নাবালিকাকে হুমকি দেন, তাঁদের কথা মতো গর্ভপাত না করালে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হবে।
সেখান থেকে কোনওক্রমে পালিয়ে এসে ওই নাবালিকা সমস্ত ঘটনা বাবাকে খুলে বলে। এরপরে জেলা হাসপাতালে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কুজাং থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে পঞ্চানন এবং ভাগ্যধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় অন্য সন্দেহভাজন টুলুর খোঁজ পায়নি পুলিশ। তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এ নিয়ে এই সপ্তাহে জগৎপুরে ধর্ষণের ২টি ঘটনা ঘটল। মঙ্গলবার স্থানীয় একটি চাষের ক্ষেত থেকে একটি নাবালিকাকে রক্তাক্ত উদ্ধার করা হয়েছিল। ঘটনায় দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ফের এমন ঘটনা সামনে আসায় এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।