৬২১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে গত ১৬ মে গ্রেপ্তার করা হয়েছিল ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধকুমার গোয়েলকে। এ বার ওই ঘটনায় তাঁর ১০৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইউকো ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থাকাকালীন কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (সিএসপিএল)-কে বিপুল পরিমাণ ঋণ অনৈতিক ভাবে বরাদ্দ করার অভিযোগ উঠেছিল সুবোধকুমারের বিরুদ্ধে। এই ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং ব্যাঙ্ক সিকিউরিটি অ্যান্ড ফ্রড ব্যুরো(বিএসএফবি) এফআইআর দায়ের করেছিল। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি-ও।
প্রাথমিক তদন্তের উপরে ভিত্তি করে ইডির অভিযোগ, ইউকো ব্যাঙ্কের সিএমডি থাকাকালীন সুবোধ সিএসপিএল-কে একটি বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দিয়েছিল, যা পরবর্তীকালে ওই গোষ্ঠী অন্যত্র সরিয়ে নেয় এবং তা পাচারও করে দেয়। আর এর বিনিময়ে সুবোধকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, সুবোধ টাকা, স্থাবর সম্পত্তি, দামী জিনিসপত্র, দামী হোটেলে বুকিং-সহ বিভিন্ন সুবিধা নিয়েছিল ওই সংস্থার থেকে। একটি সেল কোম্পানি অর্থাৎ ভুয়ো সংস্থার মাধ্যমে সেই ঘুষের টাকা লেনদেন হতো বলে জানা যাচ্ছে।
এই মামলার তদন্তে নেমে গত বছরের ডিসেম্বর মাসে সিএসপিএল সংস্থার প্রধান প্রমোটার সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই সময়ে কলকাতায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। তাঁকে জেরা করেই সুবোধের নাম সামনে আসে।