২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সংসদে বাংলায় ভাষণ দেবেন অভিষেকরা


বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারে প্রতিবাদে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলা ভাষার উপর আঘাতের প্রতিবাদে ২৭ জুলাই নানুর দিবস থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বলেন, এবার থেকে সংসদে আরও বেশি করে বাংলাভাষায় বক্তৃতা দেবেন।

আগামী বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিতে প্রথম থেকেই একুশে জুলাইয়ের মঞ্চে রণংদেহী মেজাজে দেখা গেল জননেত্রী মমতাকে। বাংলা ভাষার উপর মোদি সরকারের সন্ত্রাসের অভিযোগে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সুপ্রিমোর। তাঁর কথায়, বাংলার উন্নয়ন দেখে ভয় পেয়েছে মোদি সরকার। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?“ এর পরেই ভাষা আন্দোলনের ডাক দিয়ে মমতা বলেন, “আবার ভাষা আন্দোলন শুরু হবে।“ ২৭ জুলাই থেকে সেই আন্দোলনের ডাক দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post