ছাব্বিশে ফের খড়গপুর থেকে ভোটে লড়ছেন? নিজেই উত্তর দিলেন দিলীপ ঘোষ



খড়গপুর: বঙ্গ রাজনীতিতে ফের স্বমহিমায় ফিরেছেন ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই দিলীপকে আগের মতো সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। প্রতিদিন প্রাতঃভ্রমণে জনসংযোগ ও সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া, সবেতেই বেশ তৎপর তিনি। মঙ্গলবার সকালে খড়গপুর শহরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগের সময়ই জানতে চাওয়া হয়, ছাব্বিশের বিধানসভা ভোটে কি তাহলে খড়গপুর থেকেই লড়তে দেখা যাবে তাঁকে? বেশ ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বললেন, ”তোমরা যদি বলো, চেষ্টা করব।” খানিকটা আক্ষেপের সুরেই বললেন, ”দল যা বলবে, করব। দলের আমার কাছে কিছু চাওয়ার নেই, আমারও দলের কাছে কিছু চাওয়ার নেই।”

Post a Comment

Previous Post Next Post