ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, কতদিন বন্ধ থাকবে!



যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ (Kobi Subhash Metro)। এবার এই নিয়ে জটিলতা বাড়ল। কবি সুভাষ মেট্রো স্টেশনের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলা হবে। আবার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। মেট্রো স্টেশনে ফাটল ধরা পড়ার জেরে বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা। তবে সমস্যা বাড়ল সম্পূর্ণ স্টেশনটিকে ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্তে। অন্তত এক বছরের জন্য স্টেশন বন্ধ থাকবে বলেই মনে করা হচ্ছে যদিও সরকরি হিসেবে ৯ মাস সময় দেওয়া হয়েছে। স্বভাবিকভাবেই মেট্রোর এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
দক্ষিণ শহরতলীর বাসিন্দারা প্রতিদিন শিয়ালদহ (Sealdah) শাখার ট্রেন ধরেন এই স্টেশনের সাহায্যে। শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন বহু মানুষ। স্টেশনটি বন্ধ থাকায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। গত এক বছরে কলকাতা মেট্রো একাধিক পরিকাঠামোগত সমস্যার মুখে পড়েছে। পার্ক স্ট্রিট, চাঁদনী চক, সেন্ট্রাল, কবি নজরুল স্টেশনেও রয়েছে সমস্যা। এমতাবস্থায় কবি সুভাষ স্টেশনের এমন পরিস্থিতি ফের মেট্রো রেলের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post