হিন্দি-ইংরাজি নয়, কলকাতা পুরসভায় বাধ্যতামূলক বাংলা, জারি নির্দেশ


বাংলার বাইরে লাগাতার বাঙালি নির্যাতনের অভিযোগ। মাতৃভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ সন্দেহে পুশব্যাক করা হচ্ছে, এমন অভিযোগও কম নয়। এসব শুনেই বাঙালি অস্মিতায় শান দিয়ে বারবার বাংলা ভাষা রক্ষায় প্রতিবাদী সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুলাই থেকে তিনি ভাষা আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন। এবার বাংলা ভাষা রক্ষায় কলকাতা পুরসভায় জারি হল নয়া নির্দেশ। শুক্রবার পুরসভার চেয়ারপার্সন মালা রায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইংরাজি বা হিন্দি নয়, পুরসভার সমস্ত কার্যপ্রক্রিয়া হবে শুধুমাত্র বাংলা ভাষায়।
জানা যাচ্ছে, শুক্রবার পুরসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের এক কাউন্সিলর ইংরাজিতে প্রশ্ন তোলেন। তাঁকে থামিয়ে চেয়ারপার্সন মালা রায় জানান, ইংরাজিতে প্রশ্ন চলবে না। পুরসভায় এখন থেকে সমস্ত কাজ বাংলায় হবে। সে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বই হোক কিংবা লিখিত কোনও নথি – সব রেকর্ড করা হবে বাংলায়। তিনি এও জানান, যেভাবে বাংলার বাইরে বাংলা এবং বাঙালি বিপন্ন হচ্ছে, তার প্রতিবাদে পুরসভার এই সিদ্ধান্ত। মালা রায়ের বক্তব্য, কাউন্সিলররা বেশিরভাগই বাংলাভাষী, তাই তাঁরা বাংলায় প্রশ্ন করবেন ও উত্তর দেবেন। যাঁরা এখনও হিন্দি বা ইংরাজিতে কথা বলছেন, তাঁদেরও বাংলায় বলতে হবে।

Post a Comment

Previous Post Next Post