"সাবধানবাণী উপেক্ষিত, মৃত্যুর মিছিল সরকারি স্কুলে – বিল্ডিং ভেঙে মৃত ৪ পড়ুয়া, আহত বহু


নিজস্ব প্রতিনিধি খবর বাংলা সংবাদ"
সাবধানবাণী উপেক্ষিত, মৃত্যুর মিছিল সরকারি স্কুলে – ঝালাওয়ারে বিল্ডিং ভেঙে মৃত ৪ পড়ুয়া, আহত বহু"

দীর্ঘদিনের অভিযোগও সরকারকে জাগাতে পারল না। অবহেলার জালে আজ প্রাণ গেল চারটি নিষ্পাপ শিশুর। রাজস্থানের ঝালাওয়ারের পিপলোডি এলাকায় এদিন সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি সরকারি স্কুলের একতলা ভবন। সকাল সাড়ে আটটা নাগাদ যখন পঠনপাঠন চলছিল, ঠিক তখনই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুল বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই ভগ্নদশাগ্রস্ত অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দা এবং স্কুল কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার জল ও স্যাঁতসেঁতে দেওয়ালে আরও নড়বড়ে হয়ে পড়েছিল গঠনটি।

ভবন ভেঙে পড়ার সময় স্কুল চত্বরে উপস্থিত ছিলেন প্রায় ৪০ জন পড়ুয়া, শিক্ষক ও কর্মচারী। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় গোটা ভবন। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ৪ জন পড়ুয়া। আহত হয়েছে অন্তত ১৭ জন, যাদের মধ্যে ১০ জনকে স্থানান্তরিত করা হয়েছে বড় হাসপাতালে। সূত্রের খবর, তাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নিজেরাই হাতে-নাতে উদ্ধারকাজ শুরু করেন। পরে আসে জেলা প্রশাসন, দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। চারটি জেসিবি দিয়ে চলছে ভগ্নস্তূপ সরানোর কাজ।

ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। অভিভাবক, স্থানীয় মানুষ এবং শিক্ষকদের ক্ষোভ—“প্রতিদিন শিশুরা মৃত্যুর ছায়ায় পড়াশোনা করছিল। কেবল দায়িত্বজ্ঞানহীনতার ফলেই আজ এই বিপর্যয়।”

প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে দায়িত্ব নির্ধারণের ঘোষণা করা হয়নি। তবে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধুমাত্র পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বড় বড় কথা বললেই চলে না, নজর দিতে হবে মাঠে-ময়দানে বাস্তব পরিস্থিতির উপরও। নয়তো অবহেলার শিকার হবে আরও কত শিশুর জীবন, তার হিসেব রাখা কঠিন।

Post a Comment

Previous Post Next Post