তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দিকে নজর, নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় খসড়া তৈরি নবান্নের


নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ‌্য সরকার। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে এবিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে, রাতে মহিলাদের ডিউটি বাধ‌্যতামূলক নয়। যারা করতে চান, তাঁদের লিখিত অনুমতি নিতে হবে সেই সংস্থাকে। পাশাপাশি তথ‌্যপ্রযুক্তি, স্বাস্থ‌্য, পরিবহণ, পুলিশ-সহ বিভিন্ন দপ্তর যারা মহিলাদের রাতে কাজের ক্ষেত্রে যুক্ত, তাঁদের কাছ থেকে কিছু বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।
বিভিন্ন তথ‌্যপ্রযুক্তি সংস্থা, কলসেন্টার-সহ একাধিক সেক্টরে এখন নাইট শিফটে কাজ করেন মহিলারা। তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই গাইডলাইন আনছে রাজ‌্য। আর জি কর কাণ্ডের পরই নাইট শিফটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই গাইডলাইন আনবে বলে জানিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। আদালতও রাজ‌্যকে সেই নির্দেশ দেয়। নবান্ন সূত্রে খবর, এই খসড়া প্রস্তাবে মোট ২২টি বিষয় চিহ্নিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাতে অফিসে যাতায়াতের পথেও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই সংস্থাকে। সেক্ষেত্রে সংস্থার যে গাড়িতে ওই মহিলা কর্মীরা যাতায়াত করবেন, তা জিপিএস ট্র‌্যাকিংয়ের আওতায় রাখা থেকে সেই গাড়িতে প্রশিক্ষিত মহিলা নিরাপত্তারক্ষী রাখার নিদান রয়েছে। পাশাপাশি গাড়িতে রাখতে হবে এমার্জেন্সি অ‌্যালার্ট।

Post a Comment

Previous Post Next Post