শ্রাবণ মাসে গোয়ালিয়রে বেপরোয়া গতির বলি ৪ কানওয়ার পুণ্যার্থী, গুরুতর জখম ৬


মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ কানওয়ার পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন ৬ জন। আগ্রা-মুম্বই ন্যাশনাল হাইওয়েতে শীতলা মাতা মন্দির গেটের কাছে মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রের পুলিশ সুপার হিনা খান জানান, ঘটনাস্থলেই তিন পুণ্যার্থী মারা যান। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন একজন মারা যান। বুধবারও আহতরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, যে গাড়িটি ধাক্কা মারে, তার চাকা ফেটে গিয়েছিল। তার জেরেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে কানওয়ারিদের ধাক্কা মারেন। স্থানীয় সূত্রের খবর, মৃত ও আহতরা সকলেই সিধৌনা গ্রামের বাসিন্দারা। ১৩ জন পুণ্যার্থী ওই দলে ছিলেন।

পুলিশ জানায়, উটিল্লা এলাকায় ভাদাওয়ানা লেকের কাছে শীতলা মাতা মন্দির গেটের অদূরে দুর্ঘটনা ঘটে। শ্রাবণ মাসে শিবমন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা বাঁকে বাঁধা কলসিতে গঙ্গার জল নিয়ে ফিরছিলেন। আচমকাই প্রবল গতিতে থাকা একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মেরে রাস্তার ধারের ঝোপে পড়ে যায়। গাড়ির ধাক্কায় কানওয়ারিরা ছিটকে পড়েন। অন্য পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন।

দুর্ঘটনার প্রতিবাদে ওই রাস্তা দিয়ে চলা অন্য পুণ্যার্থীরা রাতেই অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং তাঁদের বুঝিয়ে অবরোধ তোলে। পুলিশই স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ট্রমা সেন্টারে ভর্তি করায়।

পুলিশ সুপার জানান, গাড়ির মালিককে চিহ্নিত করা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। গাড়িতে কতজন ছিলেন, কী ভাবে দুর্ঘটনা ঘটল, চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post