মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্ত বেকসুর খালাস

১৭ বছর পর এল মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়। সব অভিযুক্তকে বেকসুর খালাস বলে ঘোষণা করলেন মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এ কে লাহোটি। লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের বিরুদ্ধে বোম বানানোর কোনও প্রমাণ মেলেনি বলে জানাল আদালত। এ ছাড়াও বিচারক লাহোটি জানিয়েছেন, বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বাইকেই বোমাটি রাখা হয়েছিল তার কোনও প্রমাণ মেলেনি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণের অভাব এবং তদন্তকারী সংস্থাগুলির পদ্ধতিগত ত্রুটিকে খালাস দেওয়ার মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে রায়ে।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিকু চকের বিস্ফোরণে ৬ জন নিহত হন, জখম হন ১০১ জন। জানা গিয়েছিল, মুসলিম অধ্যুষিত এলাকায় মোটরবাইকে রাখা হয়েছিল IED। প্রথমে অভিযোগ উঠেছিল বাইকটি সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের। কিন্তু এদিন সেই অভিযোগের কোনও প্রমাণ নেই জানিয়ে দিল আদালত। বৃহস্পতিবার আদালত জানায়, ‘নিঃসন্দেহে এটা ভয়ঙ্কর ঘটনা। কিন্তু শুধু সন্দেহের বশে তো মামলা চালিয়ে নিয়ে যাওয়া যায় না। কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।’

বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ছাড়াও সাত অভিযুক্তদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রহিরকর, সুধাকর দাস দ্বিবেদী ওরফে শঙ্করাচার্য এবং সমীর কুলকার্নি। এদের প্রত্যেকেই মালেগাঁও বিস্ফোরণ মামলা থেকে রেহাই দিল মুম্বইয়ের বিশেষ আদালত।

Post a Comment

Previous Post Next Post