”বিজেপির চাটুকারিতা, দাসত্ব করছে কমিশন” বিমানবন্দর থেকে বিজেপিকে নিশানা অভিষেকের


সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভার আলোচনায় তিনি বাংলায় বক্তব্য রাখতে চলেছেন। বাঙালি দেখলেই ‘হেনস্তা’, বিহারে এসআইআর-সহ একাধিক বিষয় নিয়ে বিজেপিকে বিমানবন্দর থেকেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র চলছে।

এরপরেই অভিষেক প্রশ্ন তোলেন ”সংশোধনের নামে আসল মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে শংসাপত্র দেওয়া হচ্ছে। এসব কী চলছে? বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। অনেকের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। একটা পার্টিকে সুবিধা করে দেবে বলে, বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে কমিশন। কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে। এই সব তথ্য SIR-এর জন্য গুরুত্বপূর্ণ। অথচ, সেই SIR-এর নামে বাঙালিকে হেনস্থা করছে। বিজেপির চাটুকারিতা, দাসত্ব করছে কমিশন।”

তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ে যে পর্যটকরা নিহত হলেন, তাদের হত্যাকারী জঙ্গিরা কোথায়? তারা কীভাবে ঢুকল? কোথায় গেল তারা? আমি সংসদে এই ব্যাপারে জানতে চেয়েছি। উত্তর পাইনি। অনুপ্রবেশের যাবতীয় দায় বিএসএফের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে। ভুয়ো ভোটার কার্ড করে ভোট লুঠের চেষ্টা চালাচ্ছে। আমরা বিভাজনের রাজনীতি করিনি। আগামী দিনে বিজেপি যদি ভাবে বাংলার মানুষের ওপর অত্যাচার করে, বাংলার মানুষ শিক্ষা দেবে। অমিত শাহ, বিএসএফ কর্তা পদত্যাগ করুন। আইবি প্রধান পদত্যাগ করুন।”

Post a Comment

Previous Post Next Post