খড়্গপুরে লকেটকে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক দিলীপের, গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে


লকেট চট্টোপাধ‌্যায়কে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে। তাহলে কি প্রাক্তন রাজ‌্য সভাপতি বুঝিয়ে দিলে, দলে আবার তাঁর ‘কামব‌্যাক’ হওয়ার সম্ভাবনার কথা? এক, জেলায় হলেও দলীয় বৈঠকে ফের দিলীপকে সক্রিয়ভাবে দেখা যাওয়ায় ভিডিও বিতর্কের মধ্যেই চর্চা গেরুয়া শিবিরে। মনে করা হচ্ছে, শীর্ষ নেতৃত্বের সবুজসংকেত থাকাতেই সোমবার খড়্গপুর সাংগঠনিক জেলার বৈঠকে ছিলেন দিলীপ। দুই, রাজ‌্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ‌্যায়কে পাশে নিয়ে দিলীপের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পর থেকে দিলীপের সঙ্গে দলীয় কর্মসূচিতে রাজ‌্য বিজেপির কোনও শীর্ষ নেতাকে দেখা যায়নি। এদিনই তার ব‌্যতিক্রম হল।

Post a Comment

Previous Post Next Post