ফের খড়্গপুর আইআইটিতে এক ছাত্রের মৃত্যু। সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রের। মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ এবং খড়্গপুর আইআইটি সূত্রে খবর, চন্দ্রদীপ থাকতেন নেহেরু হলে। ওই হস্টেলের ডি-৪০৮ রুমে থাকতেন তিনি। বেশ কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। রাতে খাওয়ার পরে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খান ওই পড়ুয়া। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর-ও দেওয়া হয় তাঁকে। তবে, শেষ রক্ষা হয়নি। সোমবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে।