আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ১৬ সদস্যের এই স্কোয়াডকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। লিটনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে। আগামী ৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সিরিজ আয়োজন করা হবে।
তিন বছর পর বাংলাদেশ দলে প্রত্যাবর্তন কাজী নুরুল হাসানের
২০২৫ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ইতিমধ্যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে প্রায় তিন বছর পর কামব্যাক করলেন ৩১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার কাজী নুরুল হাসান সোহন। প্রসঙ্গত, নুরুল হাসান ২০২২ সালে শেষবার বাংলাদেশের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন। এরপর থেকে ২০ ওভারের ফরম্য়াটে তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। এই দলে সুযোগ পাননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, দলের তারকা অলরাউন্ডার মেহদি হাসান মিরাজকে রিজার্ভ প্লেয়ারের তালিকায় সুযোগ দেওয়া হয়েছে। দলের পেস বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের উপর বড় দায়িত্ব থাকবে। উল্লেখ্য, ২০২৫ এশিয়া কাপের গ্রুপ বি'তে রয়েছে বাংলাদেশ। এই একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা।