৩০ দিন হেফাজতে থাকলেই পদ যাবে, দেশের কতজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কতগুলি মামলা আছে জানেন?


দুর্নীতির বিরুদ্ধে কষাঘাত নাকি বিরোধীদের দমিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা? ‘সংবিধান সংশোধনী বিল’ নিয়ে শুরু দেশব্যাপী বিতর্ক। বর্তমানে বিলটির ঠিকানা সংসদের স্ট্যান্ডিং কমিটি। বিলটি আদৌ পাশ হবে সংসদের দুই কক্ষে? সন্দেহপ্রকাশ করেছে বিরোধীরা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিলটি পাশ করানোর ব্যাপারে নিশ্চিত এনডিএ সরকার।

বিলের সারমর্ম কী?
দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের মূলত আইনের ঘেরাটোপে নিয়ে আসা হচ্ছে এই বিলের মাধ্যমে। দুর্নীতি বা ফৌজদারি যে কোনও অপরাধের জন্য ৩০ দিন হেফাজতে থাকলেই তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। সেক্ষেত্রে অভিযুক্তকে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে না।

কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কত মামলা?
Association for Democratic Reforms-এর তথ্য অনুযায়ী দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জনের (৪০ শতাংশ) বিরুদ্ধেই ফৌজিদারি মামলা রয়েছে।

সবথেকে বেশি ফৌজদারি মামলা রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে। মোট ৮৯টি। এর পরেই রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, যাঁর বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ১৯টি মামলা, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে ১৩টি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

মহারাষ্ট্র ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী যথাক্রমে দেবেন্দ্র ফড়নবিশ ও সুখবিন্দর সিং-এর বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে।

এছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুটি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একটি মামলা ঘোষণা করেছেন।

Post a Comment

Previous Post Next Post