শেষকৃত্য সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস উল্টে ২১ জনের মৃত্যু


প্রিয়জনের শেষকৃত্য সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন আত্মীয় পরিজন। শেষকৃত্যে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে পুরো বাস ছিটকে খাদে পড়ে যায় । দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার পশ্চিমে অবস্থিত কিসুমু শহরে।

কাকমেগায় আত্মীয়ের শেষকৃত্য শেষে শোকার্তদের নিয়ে বাসটি কিসুমু রওনা দেয়। গন্তব্যের কাছাকাছিই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। কিসুমু শহরের কর্তব্যরত ট্রাফিক পুলিশ পিটার মাইনার জানিয়েছেন, দ্রুত গতিতে একটি গোল জায়গা কাটানোর সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তীব্র গতিতে থাকা বাসটি একটি খাদে ছিটকে পড়ে। পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে ১০ জন নারী, ১০ জন পুরুষ এবং একটি ১০ বছর বয়সি মেয়ে রয়েছে।

কেনিয়া এবং বৃহত্তর পূর্ব আফ্রিকান অঞ্চলে এই ধরনের পথ দুর্ঘটনা সাধারণ। কারণ এখানে রাস্তাগুলি প্রায়শই সরু। কিছু রাস্তায় গর্ত প্রাণের ঝুঁকি বাড়ায়। পুলিশ প্রায়শই সড়ক দুর্ঘটনার জন্য চালকদের দায়ী করেন। রাস্তা না বুঝে স্পিড বাড়ালেই ঘটে এমন বিপত্তি।

নাকুরু কাউন্টির নাইভাশা শহরে অন্য একটি বাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খায় এবং বাসে থাকা ৩২ জন শ্রমিক মারা যান।

Post a Comment

Previous Post Next Post