ভয়াবহ পথ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হলো রাজস্থানে। মৃতদের মধ্যে রয়েছে ৭ শিশুও। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ দৌসা জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর জখম ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের অধিকাংশই উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা। খাটুশ্যাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ফিরছিলেন পিক আপ ভ্যানে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারেন। দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যান।
সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। হাজির হন চিকিৎসকদের একটি দলও। তাঁরাই আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। গুরুতর জখম ৯ জনকে জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে দৌসা জেলা হাসপাতালে।